ছোট্টো বিড়াল ছানাটি বিক্রি করা হবে।
New
Overview
- Category: Animals & Pets
Description
আমাদের খুব আদরের লক্ষী সোনা বাবুটাকে কারো কাছে বিক্রি করতে চাই। তিন বছর অনেক আদরে তাকে বড় করেছি। সারাক্ষণ ঘরেই থাকে বাইরে একেবারেই অভ্যস্ত না। শুধু মাছ খায় ।ভাত নিজে নিজে কখনো খায়নি । খাইয়ে দিয়েছি।ক্যাট ফুড খুব অল্প পরিমাণ খায়।কেউ যদি খুব বেশি আগ্রহী হয়ে আমাদের বাবুর দায়িত্ব নেন তাহলে চির কৃতজ্ঞ থাকবো।সে খুব শান্ত স্বভাবের।ওকে আমরা বাবু বলে ডাকি।ওকে দিয়ে দিতে হবে এটা ভাবলেই অনেক কান্না পায়।😭😭আমরা সপরিবারে দেশের বাইরে চলে যাচ্ছি।তাই তাকে দিতে হবে। দয়া করে কেউ নিবেন আমার বাবুকে। মে মাসের পাঁচ অথবা ছয় তারিখে নিতে হবে। প্লিজ কেউ দয়া করবেন। মেডিকেল এর হেলথ অফিসের গলির অপজিট গলিতে বাসা।